Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে যুবকের বটির কোপে বাবার মৃত্যু


২২ জুলাই ২০১৯ ১১:৩৪

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক ছেলের ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন বাবা।

সোমবার (২২ জুলাই) সকাল ৬ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দূর্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ আলী (৬০) ঢাকায় ভাংগারির ব্যবসা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে জাহিদ হাসান (২৭) কে আটক করেছে।

স্থানীয়রা জানান, জাহিদ হাসান বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছিল। তার বাবা শাহেদ আলী প্রতিদিনের মতো সোমবারও ফজরের নামাজ শেষে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে স্ত্রীর কাছে ছেলেকে ঔষধ খাওয়ানোর কথা বলে উঠানে যেতেই জাহিদ ধারালো বটি দিয়ে বাবার গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ হাসান বড়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তারা অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। সে মানসিকভাবে অসুস্থ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

 

বটির কোপ বাবার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর