তুরাগ নদীতে উদ্ধার অভিযান শুরু [ভিডিও]
২২ জুলাই ২০১৯ ০১:২২ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ০৮:২৬
সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্যাক্সিক্যাবটি উদ্ধারে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌ-পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস।
এর আগে রোববার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হলুদ রঙের একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে পুলিশ জানায়।
জসিম উদ্দিন জয় নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ট্যাক্সিক্যাবটি সাভার হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সালেহপুরে এসে হঠাৎ সেটি নদীতে পড়ে যায়। ট্যাক্সিক্যাবটিতে কতজন যাত্রী ছিলেন তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘নদীতে বেশ স্রোত রয়েছে। এ কারণে উদ্ধারকাজে বেগ পোহাতে হচ্ছে।’
ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে ট্যাক্সিক্যাবটির অবস্থান এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন।
https://www.youtube.com/watch?v=9r6c03NFrGg
সারাবাংলা/এইচআর/টিএস