বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যা: আটক ৩
২২ জুলাই ২০১৯ ০০:২৭ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ০০:৫২
ঢাকা: রাজধানীর উত্তর পূর্ব বাড্ডায় গনপিটুনি দিয়ে নারী হত্যার ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। এরা হলেন, জাফর,শাহীন ও বাপ্পী।
শনিবার (২১ জুলাই) রাতে মোবাইল ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে বলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ যুবককে বাড্ডা থেকে আটক করা হয়েছে।
ওসি বলেন, ঘটনার প্রেক্ষাপট, ঘটনায় জড়িত এবং পেছনের রহস্য জানতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হবে। এছাড়া আরও বেশ কয়েকজনকে আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে বলে জানান ওসি।
২০ জুলাই শনিবার সকালে রেনু নামের এক নারী তার সন্তানকে ভর্তি করানোর জন্য ওই বিদ্যালয়ে যান। এরপরই তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/ইউজে/টিএস