Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার, ৪ দিন পর ঢামেকে মৃত্যু


২১ জুলাই ২০১৯ ২১:৩৮

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া আদর্শ স্কুলের সামনে গণপিটুনির শিকার অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

রোববার (২১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ওই ব্যক্তি মারা যান। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, গত ১৮ জুলাই সন্ধ্যার দিকে খোলামোড়া আদর্শ স্কুলের সামনে ছেলেধরা সন্দেহে ওই ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

কেরানীগঞ্জ গণধোলাই গণপিটুনি ছেলে ধরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর