Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় গোসলে নেমে স্রোতে ভেসে গেলেন স্বামী-স্ত্রী


২১ জুলাই ২০১৯ ১৯:৩৯

রাজবাড়ী: রাজবাড়ীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খুলনার ইমন (২৫) ও আঞ্জু আরা (২২) দম্পতি। পাশেই প্রমত্তা পদ্মা। টইটুম্বুর পদ্মায় তাই গোসল করতে মনস্থির করেন তারা। তবে সেই গোসলই তাদেরজীবনে এমন বিপদ বয়ে আনবে তা-ই বা কে জানতো!

রোববার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান ইমন ও আঞ্জু আরা। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, খুলনার ইমন ও তার স্ত্রী আঞ্জু আরা দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নামেন। এসময় নদীর প্রবল স্রোতে ভেসে তারা নিখোঁজ হন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু প্রবল স্রোত থাকায় তারা কতদূর ভেসে গেছেন তা বোঝা যাচ্ছে না।

সারাবাংলা/এসএমএন

পদ্মায় ভেসে গেলেন দম্পতি রাজবাড়ী

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর