Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুরিকাঘাতে জখম নারী ঢামেক হাসপাতালে মারা গেছেন


২১ জুলাই ২০১৯ ১৭:১২

ঢাকা: রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকায় ছুরিকাঘাতে জখম ডলি আক্তার (৫০) নামে এক নারী মারা গেছেন।

রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল (শনিবার) বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডলির স্বামী আতিকুল ইসলাম জানান, দক্ষিণ কমলাপুর এলাকায় কালভার্ট রোডের একটি টিনসেড বাসায় তিনি পরিবার নিয়ে থাকেন। বাসায় ভাত-তরকারি বিক্রি করতেন ডলি। হাছান (১৮) নামে ওই এলাকার যুবক তাদের নিয়মিত গ্রাহক ছিল। হাছানের কাছে ২৪০ টাকা বাকি হয়েছিল। গতকাল (শনিবার) বিকেলে ভাত খেতে এলে ডলি বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। হাছান জানায়, তার কাছে কোনো টাকা নেই। বকেয়া টাকা পরিশোধ না করলে আর খাবার দেওয়া হবে না জানালে হাছান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ডলির বুকে ও মাথায় আঘাত করে পালিয়ে যায়।

জখম অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ডলিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতেই হাছানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসআর/এটি

ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর