Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ৩


২১ জুলাই ২০১৯ ১৬:৫৫

রাজশাহী: রাজশাহীতে জাল রুপি তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

রোববার (২১ জুলাই) দুপুরে শহরের রামচন্দ্রপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্য ছিল ওই এলাকার একটি বাসায় ভারতীয় রুপি জাল করা হচ্ছে।

আটক ব্যক্তিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রুবেল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোকলেসুর ও নাটোরের জাহাঙ্গীর।

রাজশাহী র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার সাইদ আবদুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ রুপির জাল নোট ও একাধিক মুদ্রণযন্ত্র জব্দ করা হয়। ঈদুল আজহাকে সামনে রেখে তারা নোট জাল করছিল।

সারাবাংলা/এটি

জাল রুপি রুপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর