Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের অভিযোগ নিয়ে মন্তব্য নেই ঢাকার মার্কিন দূতাবাসের


২১ জুলাই ২০১৯ ১৬:৪৯ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৬:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার (২১ জুলাই) তাঁর ফেরিফাইড ফেসবুক পেইজর একটি পোস্টে বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী যে বক্তব্য প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে রেখেছেন তার পেছনে ঢাকায় মার্কিন দূতাবাসের দূরভিসন্ধি রয়েছে।’

সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে সারাবাংলাকে জানান হয়, ‘প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পোস্টের ব্যাপারে দূতাবাস কোনো মন্তব্য করতে চায় না।’

সজীব ওয়াজেদ জয় তার পোস্টে বলেন, ‘প্রিয়া সাহাকে আমেরিকায় পাঠানো হয় বাংলাদেশে মার্কিন দূতাবাসের মনোনয়নে। অনেক সমালোচনার পর আজ তারা একটি বিবৃতি দিয়েছেন।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার মার্কিন দূতাবাস থেকে সারাবাংলাকে জানায়, ‘এই বিষয়ে যুক্তরাষ্ট্র রোববার (২১ জুলাই) কোনো ধরনের বিবৃতি প্রকাশ করেনি। তবে প্রিয়া সাহার বিষয় নিয়ে একাধিক গণমাধ্যমকর্মী জানতে চাইলে তাদেরকে দূতাবাস থেকে মৌখিকভাবে বলা হয়েছে যে, গত ১৬ থেকে ১৮ জুলাই যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতার অগ্রগতি বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ সরকারের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ মোট ১০৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়। সরকারি প্রতিনিধিদলের বাইরেও ওই সম্মেলনে বেসরকারি পর্যায়ের একাধিক প্রতিনিধি ছিল, যারা ধর্মীয় স্বাধীনতার ইস্যূতে কথা বলেছিল। যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই যুক্তরাষ্ট্র অংশগ্রহণকারীদের কথাবার্তার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করে না।’

সজীব ওয়াজেদ জয় রোববার বাংলাদেশ সময় দুপুর ১টায় ফেসবুকে বাংলায় দেওয়া একটি পোস্টে মার্কিন দূতাবাস নিয়ে মন্তব্য করেন। প্রথম ইংরেজিতে ও পরে দুপুর ১টা ৪০ মিনিটে একই বক্তব্যের একটি অনূদিত পোস্ট বাংলায় প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: প্রিয়া সাহার বক্তব্যে মার্কিন দূতাবাসের দূরভিসন্ধি দেখছেন জয়

সারাবাংলা/জেআইএল/পিটিএম

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো