Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ছেলেধরা সন্দেহে নারীসহ তিনজনকে গণপিটুনি


২১ জুলাই ২০১৯ ১৬:০৫

কুমিল্লা: কুমিল্লায় ছেলেধরা সন্দেহে এক নারীসহ তিনজনকে গণপিটুনি দিয়ে আহত করেছে গ্রামবাসী।

রবিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জেলার সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ধুতিয়া দিঘীরপার এলাকায় এই ঘটনা ঘটে। কুমিল্লা মডেল থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

গণপিটুনিতে আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা। তাদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে বলে জানা গেছে।

আমড়াতলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন সারাবাংলাকে জানান, রবিবার সকালে ওই তিনজন আমড়াতলী স্কুলের সামনে আসেন। এ সময় পাশের একটি বাড়ির সামনে গিয়ে একটি ছোট শিশুকে ডাক দিলে ছেলেধরা সন্দেহে তিনজনকে এলাকাবাসী আটক করে এবং গণপিটুনি দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার বাগচী (এসআই) সারাবাংলাকে জানান, ধুতিয়া দিঘীরপারে ছেলেধরা সন্দেহে এক নারীসহ তিনজনকে গণপিটুনি দিয়ে আহত করেছে গ্রামবাসী। ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে থানায় নেয়া হয়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 সারাবাংলা/ওএম

কুমিল্লা গ্ণপিটুনি তিনজন আহত