Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ না থাকায় শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত


২১ জুলাই ২০১৯ ১৬:০০

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হয়েছে। রেলওয়ের উচ্ছেদ অভিযানে ভুল করে বিদ্যুৎসংযোগ কাটা পড়ায় এ সমস্যা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটির প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী বলেন,‘শনিবার রেলওয়ে বিমানবন্দরের কাছেই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ভুল করে বিমানবন্দরের বিদ্যুৎসংযোগ কাটা পড়ে। সেখানে ডেসকো বিদ্যুৎসংযোগ সচলের কাজ করছে। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।’

টার্মিনাল-১ এ বিদ্যুৎ রয়েছে। আধ ঘণ্টার মধ্যেই টার্মিনাল-২ এ বিদ্যুৎ চলে আসবে বলেও জানান তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরে বিদ্যুৎ না থাকায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিমানবন্দরের এসি সচল না থাকায় তীব্র গরমে কষ্ট পেতে হয়েছে যাত্রীদের। এছাড়াও টয়লেটে পানি না থাকায় দুর্ভোগও পোহাতে হয়েছে।

এদিকে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, ‘রেলের অভিযানে বিদ্যুতের সংযোগ কাটা পড়লেও বিমানবন্দরের কোনো অপারেশন ব্যাহত হয়নি। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। যান্ত্রিক ক্রুটির কারণে বিমানবন্দরের একটি পানির পাম্পে সমস্যা হয়েছিল। সেটা মেরামতের পাশাপাশি বিমানবন্দরে বিকল্প পদ্ধতিতে পানি সরবরাহ করা হয়েছে। জেনারেটর ব্যবহার করে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

তবে বিভিন্ন এয়ারলাইন্স তাদের যাত্রীদের বোর্ডিং পাস ম্যানুয়ালি ইস্যু করতে বাধ্য হয়েছে বলেও শাহজালালে দায়িত্বরত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

বিদ্যুৎসংযোগ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর