‘পিরোজপুরে জমি-ঘর নেই প্রিয়া সাহার, পুড়িয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না’
২১ জুলাই ২০১৯ ১৫:১২ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৮:১৬
ঢাকা: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার কোনো জমি পিরোজপুরে নেই বলে জানিয়েছেন সেখানকার সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, তার যেহেতু বাড়ি নেই, সেহেতু কেউ তার জমি নিয়ে নেয়নি, পুড়িয়ে দেওয়ারও প্রশ্ন ওঠে না।
রোববার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে প্রিয়া সাহা অভিযোগ করেছিলেন, তার জমি লুটে নেওয়া হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে একথা সত্য নয় বলে জানান শ ম রেজাউল করিম। প্রিয়া সাহা ও তিনি দু’জন একই জেলার বাসিন্দা।
আরও পড়ুন: প্রিয়া সাহার বক্তব্যে মার্কিন দূতাবাসের দুরভিসন্ধি দেখছেন জয়
মন্ত্রী বলেন, প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এ তথ্য মিথ্যা।
মন্ত্রী আরও দাবি করেন, তার নির্বাচনি আসন থেকে ১ জন সংখ্যালঘুও গুম হয়নি।
একজন প্রিয়া সাহার মন্তব্যে বিভ্রান্ত হয়ে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট না করতে দেশবাসির প্রতি আহ্বান জানান তিনি।
সারাবাংলা/এনএইচ