প্রিয়া সাহার বক্তব্য দেশদ্রোহী: তথ্যমন্ত্রী
২১ জুলাই ২০১৯ ১৪:২৪ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৬:২১
ঢাকা:প্রিয়া সাহার বক্তব্য দেশদ্রোহী, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রে প্রিয়া সাহার দেওয়া বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। তাই প্রিয়া সাহার বক্তব্যটি দেশের বিরুদ্ধাচরণ ছাড়া আর কিছু না। তিনি যুক্তরাষ্ট্রে কিভাবে গেলেন, কেনো এই ধরনের বক্তব্যে দিলেন, তার সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে শান্তি বিরাজ করছে, সেটা বিশ্বস্বীকৃত সত্য। নরেন্দ্র মোদীও আমাদের দেশের প্রশংসা করেছেন। প্রিয়া সাহার বক্তব্য দেশদ্রোহিতা। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একইসাথে কারা তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেখানে পাঠিয়েছেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। তাছাড়া প্রিয়া সাহার স্বামী বিদেশে চাকরি করছেন, এ বিষয়ে তার স্বামীর কোনো সম্পৃক্ততা আছে কি না- সেটাও খতিয়ে দেখা উচিত।
সংবাদ সম্মেলেনে তথ্যমন্ত্রী আরও বলেন, গণরোষের কারণে খালেদা জিয়ার পতন হয়েছে, তাই তার মুক্তির জন্য আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ নেই।
সারাবাংলা/এএইচএইচ/ওএম
বাংলাদেশে সংখ্যালঘুরা সহিংসতার শিকার, ট্রাম্পের কাছে অভিযোগ
প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন আদালতে
‘প্রিয়া সাহার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মার্কিন দূতাবাস’
খালেদা জিয়ার পতন গণরোষ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশদ্রোহিতা প্রিয়া সাহা