Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন মণ পিরানহা-মাগুর-চিংড়ি ধ্বংস


২১ জুলাই ২০১৯ ১২:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটে অভিযান চালিয়ে প্রায় তিন মণ পিরানহা, আফ্রিকান মাগুর ও জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুলাই) সকালে নগরীর নতুন ফিশারিঘাটে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

শামীম সারাবাংলাকে জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০ কেজি পিরানহা, ৫০ কেজি আফ্রিকান মাগুর ও ৩০ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, বিক্রি নিষিদ্ধ এসব মাছ বিক্রির অপরাধে দু‘জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ টাকা হাজার জরিমানা করা হয়েছে। জব্দ করা মাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

অভিযানে জেলা মৎস্য অধিদফতরের উপ-সহকারী পরিচালক সৈকত শর্মা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এটি

ফিশারিঘাট বিক্রি নিষিদ্ধ মাছ