হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে কাঁচা মরিচের আমদানি
২১ জুলাই ২০১৯ ১২:৩২ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৩:০২
দিনাজপুর, হিলি: দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় এবং খোলা বাজারে দাম বেড়ে যাওয়ায় দীর্ঘ ১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। এসব কাঁচা মরিচ আমদানিতে প্রতি কেজিতে প্রায় ২১ টাকা শুল্ক দিতে হয়েছে ব্যবসায়ীদের। আমদানি করা এসব কাঁচা মরিচ সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক বাবলুর রহমান জানান, ‘দেশের বিভিন্ন স্থানে বন্যার কারনে কাচাঁ মরিচের আবাদ নষ্ট হয়ে যাওয়ায় চাহিদার তুলনায় দেশের বাজারে সরবরাহ কমে গেছে। ফলে বেড়েছে কাচাঁ মরিচের দাম। দেশে কাচাঁ মরিচের চাহিদার কথা মাথায় রেখে শনিবার (২০ জুলাই) ভারত থেকে কাচাঁ মরিচ আমদানি শুরু করেছি। প্রতিকেজি কাচাঁ মরিচ ২১ টাকা শুল্ক দিয়ে আমদানি করা হয়েছে।’
আমদানি করা কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা দরে। শুল্ক কমালে দাম আরও কমানো সম্ভব বলে জানান তিনি। তিনি বলেন, ‘সরকার যদি কাচাঁ মরিচ আমদানিতে শুল্ক কমায় তবে কম দামে আমদানি করতে পারবো এবং ক্রেতারা কম দামে কিনতে পারবে।’
বন্দরের হিসেবে শনিবার প্রথম দিনে ভারতীয় ৫টি ট্রাকে ৩৮ টন ১শ ৮২ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
সারাবাংলা/আইই