Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা বিক্রেতা নিহত


২১ জুলাই ২০১৯ ১২:০৬ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১২:১৫

কক্সবাজার: মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. হোছন (৩৯) নামে এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন।

রোববার (২১ জুলাই) সকালে উপজেলার হোয়াইক্যং এলাকায় এই ঘটনা ঘটে। হোছনের বাড়ি হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া গ্রামে। তার বাবার নাম আনু মিয়া।

পুলিশ জানায়, বন্ধুকযুদ্ধে সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন আহত হয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সারাবাংলাকে বলেন, সকালে টেকনাফ থানার একদল পুলিশ সাতঘরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। তবে হোছন গুলিবিদ্ধ হওয়ায় সে পালাতে পারেনি। ঘটনাস্থলে দু’টি দেশীয় বন্দুক, নয় রাউন্ড তাজা কার্তুজ, ১২ রাউন্ড ব্যবহৃত কার্তুজের খোসা পাওয়া গেছে।

তিনি জানান, পুলিশ হোছনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হোছনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

সারাবাংলা/এটি

পুরনো ছবি।

ইয়াবা টপ নিউজ বন্দুকযুদ্ধ মাদকবিরোধী অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর