তিন ইরানি সংবাদ সংস্থার টুইটার একাউন্ট ‘অচল’
২১ জুলাই ২০১৯ ১১:১৮ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১১:৫৯
হরমুজ প্রণালিতে ব্রিটিশ ট্যাংকার জব্দ করার পর থেকে তিন ইরানি সংবাদ সংস্থার ফার্সি ভাষার একাউন্ট ‘অচল’ (সাস্পেন্ডেড) করে রেখেছে টুইটার। শুক্রবার (১৯ জুলাই) থেকে তাদের একাউন্ট টুইটারে ‘সচল’ দেখা যাচ্ছে না। খবর আরটি নিউজের। যদিও টুইটার বলছে, ট্যাংকার জব্দের সাথে বিষয়টি সঙ্গতিপূর্ণ নয়।
মেহের নিউজ এজেন্সি, ইয়ং জার্নালিস্টস ক্লাব, আইআরএনএ এই তিনটি ইরানী সংবাদ সংস্থার ফার্সি ভাষার একাউন্ট টুইটারে ‘অচল’ দেখালেও, তাদের ইংরেজি ভাষার একাউন্ট সচল রয়েছে। এর মধ্যে আইআরএনএ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
মেহের নিউজ এজেন্সী শনিবার (২০ জুলাই) তাদের ইংরেজি ওয়েব সাইট থেকে জানিয়েছে, কোনো কারণ না দেখিয়ে টুইটারের এ ধরনের পদক্ষেপ বেআইনি।
ঘটনার একদিন পর টুইটারের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ইরানের ধর্মীয় সংখ্যালঘু বাহাইদের নির্যাতনের সাথে যোগসাজোশ থাকায় একাউন্টগুলো ‘অচল’ করে রাখা হয়েছে। একই ঘটনায় আরও কিছু ইরানি নাগরিকের ব্যক্তিগত একাউন্টও অচল করে রাখা হয়েছে।
এর আগেই এ ধরনের কর্মকান্ডের ব্যাপারে হুঁশিয়ারি বার্তা ঘোষণা করে নিজস্ব পলিসির কথা জানিয়েছিল টুইটার।
তবে টুইটারের পক্ষ থেকে এই সংবাদসংস্থাগুলোর ব্যাপারে ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়।
সারাবাংলা/একেএম