দেশে ফিরলেই প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ: স্বরাষ্ট্রমন্ত্রী
২০ জুলাই ২০১৯ ১৩:৪৪ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ১৫:১৪
ঢাকা: দেশে ফিরলেই প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে কোন উদ্দেশ্যে এবং কি কারণে করা হয়েছে, দেশে ফিরলে সেই বিষয়ে প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীতে তার নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এ ধরনের অভিযোগ দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ও কারণ রয়েছে। দেশে ফিরলে আমরা নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করব। তার উদ্দেশ্যটা কী, এটা আমাদের দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর আগে শুক্রবার (১৯ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ বাসায় সাংবাদিকদের বলেন, বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে নালিশের বিষয়টি চক্রান্তের অংশ ছাড়া কিছু নয়। তিনি বলেন, বাংলাদেশে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘নালিশ সংক্রান্ত ভিডিওটি দেখলাম। এ ধরণের ঘটনা বাংলাদেশে ঘটেনি। আমাদের বাংলাদেশটা প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমের ফলে আমরা পেয়েছি, যেটা কিনা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল। এই মহিলাটি আমাদের কাছেও কখনো এ ব্যাপারে আসেননি কিংবা পুলিশ প্রশাসনের কাছেও যাননি। আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সজাগ থাকেন যাতে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার না হন।’
মন্ত্রী আরও বলেন, এই মহিলা যা বলেছেন তা চক্রান্তের অংশ বলে মনে করছি। আমি এখনো বলব, কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের বলুক বা পুলিশকে বলুক।’
সারাবাংলা/ইউজে/জেএএম