প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে: কাদের
২০ জুলাই ২০১৯ ১২:৪১ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ১৬:৩৬
ঢাকা: প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘দেশের নাগরিক হয়ে দেশের বাইরে এরকম অসত্য উদ্দেশ্যমূলক এবং দেশদ্রোহী বক্তব্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং সেই প্রক্রিয়া চলছে।’
শনিবার (২০ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলী ও সহযোগী সংগঠনগুলোর সাথে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিদ্রোহী প্রার্থী ও মদদদাতাদের বিরুদ্ধে শুরু হচ্ছে শাস্তি: কাদের
ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি নিজেও শুনেছি। এই বক্তব্যটি সম্পূর্ণ অসত্য এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি নিন্দনীয় অপরাধই শুধু নয়, উসকানিমূলক বক্তব্য। যা দেশের অভ্যন্তরে লুকায়িত মতলববাজ সাম্প্রদায়িক গোষ্ঠীকেই আরও শক্তিশালী করতে সহায়তা করবে।’
কাদের বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশের কোনো বিবেকবান দেশপ্রেমী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য প্রিয়া সাহার বক্তব্যের সাথে একমত হবেন না। আমিও তার সম্পর্কে অনেকের সাথে আলাপ করেছি, কথা হয়েছে, তারা এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন।
মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের বরাত দিয়ে কাদের বলেন, এই ধরনের বক্তব্যের কোনো সত্যতা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার একটা পরিবেশ রয়েছে বাংলাদেশে। আমার মনে হয়, এ নিয়ে আর দ্বিধা দ্বন্দ্বের অবকাশ থাকতে পারে না। প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ সব ধর্মের সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে।
সারাবাংলা/এনআর/জেএএম