শনির আখড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২
২০ জুলাই ২০১৯ ১১:৩৭ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ১১:৪০
ঢাকা: রাজধানীর শনির আখড়ায় একটি ফার্স্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কর্মচারী দগ্ধ হয়েছে।
শনিবার (২০জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- ইমরান (১৮) ও সাইফুল (২৫)।
দোকান মালিক পাপনের এক আত্মীয় দীলিপ দাশ জানায়, সকালে শনির আখড়া গোয়ালবাড়ি মোড়ে ‘বার্গারো’ নামের ফার্স্টফুডের দোকানে দুই কর্মচারী দোকান খুলে কাজ করছিল। এসময় গ্যাস সিলিন্ডারটি ছিল দোকানের বাইরের দিকে। হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে দুই কর্মচারীই দগ্ধ হয়। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানায়, দুজনের হাত-পা, শরীরসহ বিভিন্ন জায়গা পুড়ে গেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
সারাবাংলা/এসআর/পিটিএম