Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু জ্বরে চিকিৎসকের মায়ের মৃত্যু


১৯ জুলাই ২০১৯ ২০:২৩ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ২০:২৭

ঢাকা: সরকারি কর্মচারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া সুলতানা (৭২) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একই হাসপাতালের চিকিৎসক ডাক্তার লিয়াকৎ হোসেনের মা। শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় জাকিয়ার মৃত্যু হয়।

সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক ডক্টর এবিএম শরিফ উদ্দিন সারাবাংলাকে একথা নিশ্চিত করেছেন।

শরিফ উদ্দিন বলেন, সরকারি কর্মচারী হাসপাতালের চিকিৎসক ডাক্তার লিয়াকতের মা আজ সন্ধ্যা ৬টায় ডেঙ্গু রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, সরকারি কর্মচারী হাসপাতাল তিনিই প্রথম রোগী যিনি ডেঙ্গু রোগে মারা গেছেন, তাও আবার আমাদের এই হাসপাতালের একজন ডাক্তারের মা। তার মৃত্যুতে আমরা শোকাহত।

আরও পড়ুন: কর্মচারী হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগী, ব্যবস্থা আছে ব্যবহার নেই

সর্বশেষ বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত হাসপাতালটিতে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদের মধ্যে রীমা (৩০) নামে এক নারী আইসিইউতে রয়েছেন। বাকি চারজন কেবিনে এবং ১০ জন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে গত জুন মাস থেকে এখন পর্যন্ত ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে ওয়ার্ডে ৪২ জন, কেবিনে ২৭ জন এবং ১৪ জন আইসিইউ থেকে চিকিৎসা নিয়েছেন।

সারাবাংলা/জিএস/এনএইচ

টপ নিউজ ডেঙ্গু সরকারি কর্মচারী হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর