Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে এবার হজ কর্মকর্তার ৫৫ হাজার রিয়েল চুরি


১৯ জুলাই ২০১৯ ২০:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদের বারান্দা থেকে এবার হজ প্রতিষ্ঠানের কর্মকর্তার ৫৫ হাজার রিয়েলভর্তি ব্যাগ চুরি হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটেছে।

ঘটনার শিকার মো. নুরুল আবসার নগরীর দারুল ইমাম ইন্টারন্যাশনাল হজ কাফেলার কর্মকর্তা। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। শুক্রবার (১৯ জুলাই) রাত ৮টার হজফ্লাইটে করে সৌদিআরবের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে নুরুল আবসারের।

বিজ্ঞাপন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম সারাবাংলাকে জানান, বিকেলে আসরের নামাজের সময় নুরুল আবসার বিমানবন্দরের মসজিদের বারান্দায় বসেছিলেন। ভেতরে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের কয়েকজন নামাজ আদায় করছিলেন।

তিনি বলেন, সিসি ক্যামেরার ‍ফুটেজে দেখা গেছে- বিকেল ৪টা ১৩ মিনিটের দিকে হজপোশাক পরিহিত চারজন নুরুল আবসারের পাশ থেকে ব্যাগটি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। এসময় নুরুল আবসারকে অন্যমনস্ক দেখা যায়। চারজন তার ব্যাগ নিয়ে দ্রুত বিমানবন্দরের মূল ফটকের দিকে চলে যায়। পরে নুরুল আবসার ব্যাগ না পেয়ে আমাদের কাছে অভিযোগ করেন। তিনি জানিয়েছেন, তার ব্যাগে প্রায় ১২ লাখ টাকা মূল্যমানের ৫৫ হাজার রিয়েল ছিল।

ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে শহীদুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা কর্মকর্তারা নুরুল আবসারকে জিজ্ঞাসাবাদ করছেন। এতগুলো টাকাসহ ব্যাগ পাশে রেখে তিনি অন্যমনস্ক হয়ে বসেছিলেন, ব্যাগটি নিয়ে চলে যাচ্ছে কিন্তু তিনি টেরও পেলেন না, এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না।’

বিজ্ঞাপন

এর আগে গত ১২ জুলাই বিমানবন্দরের মসজিদের ভেতর নামাজ আদায়ের পর হেরেম পরিধানের সময় এক হজযাত্রীর ৫ হাজার রিয়েল চুরি হয়। এই ঘটনার পর মসজিদে সিসি ক্যামেরা স্থাপন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চুরি হজ প্রতিষ্ঠানের কর্মকর্তা হজযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর