বগুড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
১৯ জুলাই ২০১৯ ১৮:৫৬
বগুড়া: বুদ্ধি প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগে মোয়াজ্জেম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৯ জুলাই) জেলার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-কুশাবাড়ি থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোয়াজ্জেম নন্দীগ্রামের আয়েজ মণ্ডলের পুত্র। গত ১২ জুলাই বুদ্ধি প্রতিবন্ধী ওই মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে ঘরে তালাবদ্ধ করে রেখেছিল সে। পরে ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক মোয়াজ্জেম দ্রুত পালিয়ে যায়।
পরে ১৮ জুলাই ধর্ষিতার বাবা বাদি হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন।
বগুড়ার র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, গ্রেফতারকৃত মোয়াজ্জেম হোসেনকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমও