Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপৎসীমার ওপরে যমুনা, বাড়ছে বাঙালি নদীর পানিও


১৯ জুলাই ২০১৯ ১৮:২২

বগুড়া: বগুড়ার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি ২ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, বাঙালি নদীর পানি বাড়তে থাকায় আরও নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আগের দিনের তুলনায় মাত্র ২ সেন্টিমিটার কমেছে। যমুনার পানি কমা শুরু করলেও বাঙালির পানি আরও বৃদ্ধির আশংকা রয়েছে বলে জানিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড।

বিজ্ঞাপন

প্রায় এক সপ্তাহ ধরে বানের পানিতে থাকা বগুড়ার যমুনা তীরবর্তী সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার বন্যার্তদের দুর্ভোগ বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হলেও দুর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে। অনেক এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন।

তবে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, খবর পাওয়া মাত্রই প্রয়োজনীয় সবখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। অনেক এলাকায় গো খাদ্যের সংকটও দেখা দিয়েছে।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা জানান, শুক্রবারের পর বন্যা পরিস্থিতির আর অবনতি হয়নি। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩১ হাজার পরিবারের সোয়া লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বীজতলা পাট, আউশ ও মরিচসহ বিভিন্ন ধরনের প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। নদী ভাঙনে গত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০০ বাড়ি-ঘর। বন্যা কবলিত হয়েছে ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান।

সারাবাংলা/এমও

বগুড়া বন্যা বাঙালি নদী যমুনা নদী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর