Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে প্রতিদিন গড়ে ১৫ ডেঙ্গু রোগী, নেই আলাদা বেড


১৯ জুলাই ২০১৯ ১৬:২৬

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রোগীদের সঙ্গে রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। হাসপাতলের বারান্দা ও ফ্লোরেও রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। শুক্রবার (১৯ জুলাই) হাসপাতাল ঘুরে এ চিত্র দেখা গেছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘আপনারা জানেন, জুন-জুলাই মাসে এডিস মশার বিস্তার ঘটে। এই মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়। প্রতিবছরই ডেঙ্গু রোগী আসে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।’

বিজ্ঞাপন

বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে আসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। সেজন্য অনেকেই ফ্লোরে থাকে। এবার ডেঙ্গু রোগীও অনেক বেশি।’

তিনি আরও জানান, ডেঙ্গু কোনো ছোঁয়াছে রোগ নয়। অন্য রোগীর সঙ্গে থাকলে কোনো সমস্যা নেই। তবে হাসপাতালে যদি এডিস মশা থাকে তাহলে আক্রান্ত রোগীকে কামড়ানোর পর সুস্থ রোগীকে কামড়ালে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। তার ইউনিটে বর্তমান ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। গত ১০ জুলাই থেকে ৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ ১৬৯ জন ভর্তি হয়েছেন। ফাতেমা (৪৩) নামে আজিমপুরের বাসিন্দা এক রোগী মারা গেছে। এর আগে গত ২৬ জুন ফরিদপুরের রাবেয়া সরদার (৫০)-এর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘গত বছরের তুলনায় এবার সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। সারাদেশ থেকেই রোগীরা ঢাকা মোডিকেলে ভর্তি হচ্ছে। যাদের ছেড়ে দেওয়ার দরকার তাদেরকে ছেড়ে দিচ্ছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি।’

বিজ্ঞাপন

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘রোগটা যেহেতু মশাবাহিত। সেজন্য এই মশা আক্রান্ত রোগীকে মশারি ব্যবহারের কথা বলা হয়েছে। আলাদা করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। তবে তাদের চিকিৎসার কমতি হচ্ছে না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, ‘বর্তমান সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রেগী ভর্তি হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ অনুযায়ী প্রতিদিন রোগীর সংখ্যা হিসাব করে রাখা হচ্ছে।’

এ বিষয়ে কথা হয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হেলথ ইমার্জেন্সি সেন্টার) ডা. আয়েশা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘এ রকম অনেক হাসপাতালেই ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ড নেই। যে সব হাসপাতালে আলাদা ওয়ার্ড আছে সেগুলোতে আলাদা করে রাখা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/এমআই

ডেঙ্গু রোগী ঢাকা মেডিকেল ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর