প্রিয়াঙ্কা গান্ধী আটক
১৯ জুলাই ২০১৯ ১৫:২৫ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১৬:০৬
ভারতের উত্তর প্রদেশের সোনভদ্রা গ্রামে যাওয়ার পথে আটক করা হয়েছে রাজ্যটিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। জমি নিয়ে সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার (১৯ জুলাই) ওই গ্রামে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা।
চলতি সপ্তাহে জমি নিয়ে বিরোধের জেরে সোনভদ্রায় ১০ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
এসময় প্রিয়াঙ্কা বলেন, শান্তিপূর্ণভাবে আমি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমায় কেন আটকানো হলো, সেই অর্ডার দেখতে চাই।
বক্তব্যে প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। রাজ্যে ক্রমশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং অপরাধ বাড়ছে, এমন অভিযোগ শোনা যায় প্রিয়াঙ্কার মুখে।
পথিমধ্যে আটকে দেওয়া হলে মির্জাপুরের রাস্তাতেই বসে পড়েন কংগ্রেস নেত্রী। তার সঙ্গেই ছিলেন কংগ্রেস কর্মীরা।
সারাবাংলা/ এনএইচ/এমআই