Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন থেকে নদীতে পড়ে ডুবে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার


১৯ জুলাই ২০১৯ ১৪:১৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পানিতে পড়ে ডুবে নিখোঁজ হওয়ার তিনদিন পর অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে করতোয়া নদীর সোনতলা দক্ষিণপারে যুবকটির লাশ ভেসে উঠলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উপজেলার দুর্গানগর ইউপি সদস্য এরশাদ হোসেন সারাবাংলাকে জানান, শুক্রবার সকালে মরদেহটি করতোয়া নদীর মাঝখানে ভেসে উঠে নদীর দক্ষিণপারে ভেসে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী সারাবাংলাকে জানান, মরদেহটি নদীর দক্ষিণপার থেকে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বুধবার (১৭ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদ থেকে রেলসেতুর রেলিংয়ে ধাক্কা লেগে পানিতে পরে ডুবে যায় ওই যুবক। পরে ফায়ারসার্ভিসের কর্মীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

সারাবাংলা/ওএম

উল্লাপাড়া ট্রেন থেকে পড়ে ডিবে যাওয়া যুবক তিনদিন পর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর