Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরল বিশ্বাস বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন: কাদের


১৯ জুলাই ২০১৯ ১৩:১৩ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১৮:০০

ঢাকা: দুদক চেয়ারম্যানের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখবো। সরল বিশ্বাস বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা আমাকে জানতে হবে? তবে দুর্নীতি দুর্নীতিই। এটা অন্যভাবে দেখার উপায় নেই।’

শুক্রবার সকালে (১৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়: দুদক চেয়ারম্যান

এছাড়া সরকার দেশের রোল মডেলের কথা বলে উন্নয়ন নামে দুনীর্তিতে রোল মডেল গড়ে তুলছে, বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উন্নয়নের রোল মডেলের অর্থ বিএনপি কী বুঝবে? দেশের এত উন্নয়ন তাদের চোখে পড়ে না। তাদের অতিতের দুর্নীতির চিত্রগুলো আয়নায় দেখেন।’

বিএনপির সাংগঠনিক কাজে সরকার বাধা দিচ্ছে, এমন অভিযোগের পরিপেক্ষিতে তিনি বলেন, ‘বিএনপির কোথাও কোনো সভায় পুলিশ বাঁধা দেয়নি। সবখানে তারা সভার অনুমতি পেয়েছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ ছাড়া বিএনপির কিছু নেই। বিরুধী দলীয় দল থাকায় তারা মিথ্যা বলে মাঠ গরম করছে।’

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সম্পর্কে কাদের বলেন, ‘কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। যত কঠিনই হোক না কেন, আমরা প্রথমে কারণ দর্শাতে বলবো। তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে হবে। সহযোগীদের মধ্যে যারা বিদ্রোহে ছিল বা তাদের সহায়তা করেছে সমর্থন করেছে তাদের সংশ্লিষ্ট সংগঠন থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বন্যা মোকাবেলায় দল ও সরকারের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্যা কবলিত এলাকায় প্রধানমন্ত্রীর নিদের্শনা আনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছে। আজকেও জামালপুর ও গাইবান্ধায় আমাদের প্রতিনিধি গিয়েছে এবং স্থানীয় নেতাদেরও নিদের্শনা দেওয়া হয়েছে। আমাদের টিম বন্যাদুর্গত এলাকায় যাচ্ছে। সরকারও আন্তরিক, ব্যবস্থা নিচ্ছে।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘জাতীয় পার্টি প্রধান বিরোধী দল, সংসদে অনেকগুলো আসন আছে। রাজনীতিতে তারাই টিকে থাকবে যারা সময়োপযোগী রাজনীতি চর্চা করবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফদর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেনসহ অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

উন্নয়নের রোল মডেল কাদের বিএনপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর