৫ দিনের রিমান্ডে রিশান ফরাজি
১৯ জুলাই ২০১৯ ১১:৫৭ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১১:৫৮
বরগুনা: রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার (১৯ জুলাই) সকালে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকাল ১০টার দিকে রাশেদুল হাসান রিশানকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তার সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজীন পাঁচ দিন মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাতে রিশানকে গ্রেফতার করে পুলিশ। রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বাকিরা বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।
সারাবাংলা/এমআই