Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মচারী হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগী, ব্যবস্থা আছে ব্যবহার নেই


১৯ জুলাই ২০১৯ ১১:২২ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১৬:৪৬

ঢাকা: রাজধানীর ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল থেকে গত কয়েকদিনে চিকিৎসা নিয়েছেন শতাধিক ডেঙ্গু রোগী। কম খরচের আশায় রোগীরা এখানে ভর্তি হলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। তাদের অভিযোগ, হাসপাতালটিতে ডেঙ্গুসহ যাবতীয় রোগের পরীক্ষা-নিরীক্ষা করার আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। তারপরেও এক শ্রেণীর ডাক্তার ও কর্মচারী মিলে রোগীদের পপুলার ডায়াগনস্টিক সেন্টার অথবা ইবনে সিনা হাসপাতাল থেকে টেস্ট করাতে বাধ্য করছেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সরকারি কর্মচারি হাসপাতালে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে এসে অনেকেই মাঝপথে বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে যেতে বাধ্য হয়েছেন। আবার যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই এমন অনেক রোগী এখানে চিকিৎসা নিলেও তাদেরকে রোগ নির্ণয়ের জন্য যেতে হচ্ছে পপুলার অথবা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালের চিকিৎসকরাই বলে দিচ্ছেন ওই দুই জায়গা থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে। শুধু তাই নয় অনেক ক্ষেত্রেই রোগীদের স্যালাইনসহ অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আবার কখনও কখনও সিট খালি থাকার পরও ডেঙ্গু রোগী ভর্তি করা হচ্ছে না।

বিজ্ঞাপন

dengu 2

এ ব্যাপারে  সরকারি  কর্মচারী হাসপাতালের পরিচালক (যুগ্ম সচিব) ড. এ.বি.এম শরীফ উদ্দিন বৃহস্পতিবার তার কার্যালয়ে সারাবাংলাকে বলেন, ‘আমাদের হাসপাতালে ডেঙ্গুসহ অধিকাংশ রোগের রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি রয়েছে। ফলে ২/১ একটা ব্যতিক্রম ছাড়া অন্য কোনো হাসপাতালে টেস্ট করার প্রয়োজন হয় না। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে আমি তদন্ত করে ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘বর্তমানে ডেঙ্গু সারাদেশে আলোচিত ইস্যু। আমাদের হাসপাতালে প্রচুর ডেঙ্গু রোগী আসছেন। এদের মধ্যে যারা বেশি সিরিয়াস তাদেরকে আমরা ওয়ার্ড থেকে আইসিইউতে নিয়ে চিকিৎসা দিচ্ছি।’

ড. শরীফ উদ্দিন আরও বলেন,  ‘বেশির ভাগ ডেঙ্গু রোগীর প্লাটিলেট দ্রুত কমে যাচ্ছে। আমরা এইসব রোগীদের প্রতি বিশেষ নজর দিচ্ছি। এছাড়াও দেখা যাচ্ছে পেটে পানি, বুকে পানি, ব্রেইনে পানি, ডায়রিয়া, কলেরা, প্রেশার দ্রুত নেমে যাওয়াসহ বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসছে। আমরা তাদের দ্রুত চিকিৎসা দিচ্ছি।’

অন্যদিকে সরকারি কর্মচারী হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর (ডিডি) ডা. শাহ আলম সারাবাংলাকে বলেন, ‘আমি যতটুকু জানি আমাদের এই হাসপাতালে যে সব পরীক্ষা নিরীক্ষা হয়, তা অত্যন্ত মানসম্পন্ন। প্রায় সব পরীক্ষা এখানে করার সুযোগ রয়েছে। ফলে বাইরে থেকে খুব একটা টেস্ট করার দরকার পড়ে না। এমনকি চিকিৎসকদেরও নিরুৎসাহিত করা হয় যাতে বাইরে থেকে রোগীকে টেস্ট করাতে না বলে।’

সূত্র জানায়, সর্বশেষ বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত হাসপাতালটিতে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদের মধ্যে জাকিয়া সুলতানা (৭২)ও রীমা (৩০) নামের দুই নারী আইসিইউতে রয়েছেন। বাকি চারজন কেবিনে এবং ১০ জন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আইসিইউতে থাকা জাকিয়া সুলতানা একই হাসপাতালের চিকিৎসক ডা. লিয়াকত এর মা বলেও জানা গেছে। অন্যদিকে গত জুন মাস থেকে এখন পর্যন্ত ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে ওয়ার্ডে ৪২ জন, কেবিনে ২৭ জন এবং ১৪ জন আইসিইউ থেকে চিকিৎসা নিয়েছেন।

এদিকে উম্মে কুলসুম নামের এক নারী গত ২৭ জুন সরকারি কর্মচারি হাসপাতালের ৩০২ নম্বর মেডিসিন ওয়ার্ডের ৪৬ নম্বর বেডে ডেঙ্গু নিয়ে ভর্তি হন। সেখানে ৩ জুলাই পর্যন্ত চিকিৎসা নিলেও তার অবস্থার উন্নতি না হয়ে অবনতি হয়। ভর্তির সময় রোগীর প্লাটিলেট ১ লাখ ৯২ হাজার থাকলেও পরে তা কমে ৬৯ হাজারে নেমে আসে। এ অবস্থায় রোগী গত ৩ জুলাই হাসপাতাল পরিবর্তন করে হলি ফ্যামিলিতে ভর্তি হন। সেখানে চারদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এ ব্যাপারে রোগীর স্বামী জুলকার নায়েন সারাবাংলাকে বলেন, ‘আমার স্ত্রী গত  ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সরকারি কর্মচারী হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা নেন। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে হলিফ্যামিলি হাসপাতালে নিতে হয়।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘কর্মচারী হাসপাতালে সব টেস্ট করার ব্যবস্থা থাকার পরেও ডেঙ্গু সংক্রান্ত কয়েকটি টেস্ট পপুলার অথবা ইবনে সিনা থেকে করতে বলা হয়। কিন্তু  রোগীকে পপুলারে নেওয়ার মতো অবস্থা না থাকায় পপুলার থেকে এসে রোগীর ব্লাড নিয়ে যাই। সেজন্য অতিরিক্ত ৩০০ টাকা পরিশোধ করতে হয়েছে।’

অন্যদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কর্মচারী হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের ৩০২ নম্বর রুমে গত ৮ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন বিউটি বেগম (৫০)। বৃহস্পতিবার দুপুরে তার স্বামী বিআরটিসিতে কর্মরত মো. মনিরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘গত আটদিন ধরে এখানে চিকিৎসা নিয়ে আমার স্ত্রী অনেকটা সুস্থ। আশা করছি, আজ/কালকের মধ্যে রিলিজ পাব।’

তিনি বলেন, ‘এখানে চিকিৎসা নিলেও ডেঙ্গুর এনএস-ওয়ান টেস্টসহ কয়েকটি টেস্ট আমাকে পপুলার থেকে করে আনতে হয়েছে। শুধু তাই নয় ডায়রিয়ার স্যালাইন এখানে না থাকায় কিছু স্যালাইনসহ বেশির ভাগ ওষুধ আমাকে বাইরে থেকে কিনে আনতে হয়েছে।’

এছাড়াও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘টাইফয়েড, ডেঙ্গুসহ বেশির ভাগ টেস্ট পপুলার/ ইবনে সিনা থেকে করতে বলা হচ্ছে। এতে করে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

সারাবাংলা/জিএস/একে

ডেঙ্গু রোগী পপুলার ডায়াগনস্টিক সেন্টার সরকারি কর্মচারী হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর