Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু চাকরি নয়, উদ্যোক্তা হতে লেখাপড়ার পরামর্শ


১৯ জুলাই ২০১৯ ০৪:৪৩

গাজীপুর: শুধু চাকরির জন্য নয় বরং উদ্যোক্তা হওয়ার জন্যও লেখাপড়া করার পরামর্শ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন মন্ত্রী।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমি চাই যার যেখানে যোগ্যতা তার সেখানে জায়গা হোক। যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করুক।’

এসময় পাটের বিভিন্ন উপযোগিতার কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলের, প্লাস্টিক আবিস্কার হওয়ার পরে পাট অনেকটা পিছিয়ে পড়েছিল। তবে নানান কারণে বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জন করার ফলে পাট আবার এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে পাটের সুদিন ফিরে আরবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুস সাহিদের সভপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, সহযোগী অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক ড. মো. কামরুজ্জামানসহ অন্যরা।

সারাবাংলা/এসএমএন

উদ্যোক্তা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর