Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসীর মৃত্যু


১৯ জুলাই ২০১৯ ০২:৩২

তুরস্কে অবৈধ অভিবাসী বহনকারী একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

বৃহস্পতিবার তুরস্কের পূর্বাঞ্চলের ভান প্রদেশে এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, মধ্য ভান ও ওজালপের মধ্যে সংযোগ সৃষ্টি করা সড়কে পৌঁছে নিয়ন্ত্রণ হারান মিনিবাসটির চালক। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৭জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ২০ জন।

ভান প্রদেশের গভর্নর মেহমেদ এমিন বিলমেজ বলেন, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি পাহাড়ি পথ। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তিনি জানান, মিনিবাসটিতে অবৈধ অভিবাসীরার ছিলেন। এসব অভিবাসীরা সবাই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক। যারা তুরস্কের ভেতর দিয়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলেও জানান গভর্নর।

মিনিবাসটির ধারণ ক্ষমতা ১৭ থেকে ১৮ জনের। কিন্তু এর ভেতরের বসার চেয়ার সরিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন ৬৭ অভিবাসী। বাসটি চালাচ্ছিলেন গোকান সিরমা নামে এক ব্যক্তি। দুর্ঘটনায় যার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসএমএন

অবৈধ অভিবাসী টপ নিউজ তুরস্ক বাংলাদেশির মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর