চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গণপিটুনি
১৮ জুলাই ২০১৯ ২১:৩৬ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ২২:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ট্রাক চালককে পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জলিল টেক্সটাইল এলাকায় এই ঘটনা ঘটে বলে সারাবাংলাকে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন।
অভিযুক্ত সুমন মুন্সীর (৪২) বাড়ি কুমিল্লা জেলায়। ট্রাকচালক সুমন জলিল টেক্সটাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে বলে জানিয়েছেন ওসি।
ওসি দেলোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে একাধিকবার ধর্ষণ করে সুমন। বুধবার রাতে ফের ধর্ষণের চেষ্টা করলে তার স্ত্রী দেখে ফেলে এবং চিৎকার দেয়। এসময় স্থানীয় লোকজন গিয়ে তাকে ধরে মারধর করে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে হেফাজতে নেই। যেহেতু সেনসিটিভ ঘটনা, তদন্তের পর সত্যতা পেয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মুন্সীকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এমও