Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


১৮ জুলাই ২০১৯ ১৮:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।

মৃত স্কুলছাত্র সাইয়িদ সম্রাট আদিত্য (১৪) চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দের ছেলে। তাদের বাসা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের ৪ নম্বর সড়কে। সম্রাট নগরীর বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

বিজ্ঞাপন

তার মামা এস এম আবু রায়হান সারাবাংলাকে জানান, দুপুরে স্কুলের পাশে একটি পুকুরঘাটে পা ধুতে নেমেছিল সম্রাটসহ কয়েকজন বন্ধু। এসময় অসতর্কতায় পানিতে পড়ে তলিয়ে যায় সম্রাট।

পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘বাকলিয়ায় পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। সম্ভবত খেলার ছলে পুকুরে নেমেছিল। কয়েকদিনের বৃষ্টির কারণে পুকুরে পানি বেশি। পড়ে গিয়ে আর উঠতে পারেনি সে।’

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর