ব্যাগে শিশুর কাটা মাথা, গণপিটুনিতে যুবক নিহত
১৮ জুলাই ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৬:৫৮
নেত্রকোনা: জেলার পৌর শহরের নিউ টাউন পদ্মপুকুর পাড় এলাকায় যুবকের বস্তা থেকে শিশুর কাটা মাথা উদ্ধার করেছে স্থানীয়রা। এসময় গণপিটুনিতে ওই যুবক নিহত হয়। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম সজিব মিয়া (৮)। সে পৌর শহরের কাটলী এলাকার রিকশা চালক রইছ মিয়ার ছেলে। এলাকায় হিরা মিয়ার ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে। তবে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের নিউ টাউন এলাকায় বস্তায় করে কাটা মাথা নিয়ে যাচ্ছিল এক যুবক। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে ওই যুবকের বস্তা খুলে দেহ থেকে বিচ্ছিন্ন শিশুর মাথা দেখতে পায়। এসময় জনতার গণপিটুনিতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় সারা শহরে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি, ঘটনার তদন্ত চলছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।
সারাবাংলা/এমও