Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচন ৩১ জুলাই


১৮ জুলাই ২০১৯ ১২:১৯ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৬:১৩

ঢাবি: অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে ঢাবির একাধিক সিনেট সদস্য জানিয়েছেন, মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় সিনেটের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের নিয়ে একটি চা-চক্রের আয়োজন করেন। সেখানে উপাচার্য সবাইকে প্যানেল নির্বাচনের তারিখ জানান। ৩১ জুলাই বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রায় দুই বছর সাময়িক ভিত্তিতে দায়িত্ব পালনের পর উপাচার্য প্যানেল নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এর আগে গত ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানেও উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়টি এজেন্ডায় ছিল না।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্য পদে সাময়িক নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

এর আগে ২০১৭ সালের ২৯ জুলাই সিনেটের বিশেষ অধিবেশন ডেকে তিন সদস্যের উপাচার্য প্যানেল নির্বাচন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তবে তখন সিনেট পূর্ণাঙ্গ ছিল না। এক রিটের পরিপ্রেক্ষিতে ওই বছর ১০ অক্টোবর সিনেটের সেই বিশেষ সভা ও তিন সদস্যের উপাচার্য প্যানেলকে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। পাশাপাশি ছয় মাসের মধ্যে যথাযথভাবে সিনেট গঠন করে উপাচার্য প্যানেল নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনাও দেন আদালত।

বিজ্ঞাপন

১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের কাজ উপাচার্য নির্বাচন ও বার্ষিক বাজেট অধিবেশন করা। সিনেট তিন সদস্যের উপাচার্যের প্যানেল নির্বাচন করে মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠায়। রাষ্ট্রপতি এর মধ্যে থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

সারাবাংলা/কেকে/পিটিএম

উপাচার্য প্যানেল ঢা‌বি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর