প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত
১৮ জুলাই ২০১৯ ১০:২১ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১২:৩৩
মানিকগঞ্জ: পদ্মায় প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের প্রতিকূলে চলতে গিয়ে বিকল হচ্ছে ফেরি। ফেরির সংখ্যা কমে যাওয়ায় দ্বিগুণ সময় লাগাছে পারাপারে। এর ফলে পদ্মার উভয় পাড়ে আটকে পড়েছে কয়েকশ যাত্রীবাহী যানবাহন।
গতকাল বুধবার (১৭ জুলাই) থেকে পাটুরিয়ায় আটকে পড়েছে কয়েক পণ্যবোঝাই ট্রাকসহ আরও শতাধিক যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।
এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ১৬টির মধ্যে বিকল হয়েছে চারটি। বাকি ১২টি ফেরি দিয়ে কোনোভাবে পারাপার করা হচ্ছে যানবাহন। ফেরিগুলো নদী পার হতে সময় লাগছে দ্বিগুণ। এতে কমে গেছে ফেরির ট্রিপ সংখ্যাও।
বিআইডাব্লিউটিসির আরিচা ঘাট ব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদ্মায় প্রবল স্রোত বেড়েছে। স্রোতের কারণে এই নৌরুটের সবগুলো ফেরি চলাচল করতে পারছে না। স্রোতের প্রতিকূলে চলতে গিয়ে কয়েকটি ফেরির ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। সেগুলো পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। এছাড়া যানবাহনে চাপ বেশি থাকায় সাধারনত অতি জরুরি ছাড়া সাধারণ ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে।
সারাবাংলা/এমআই