Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নামে সিল-প্যাড তৈরি করে জা‌লিয়া‌তি


১৭ জুলাই ২০১৯ ২২:৫৬ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ০০:৪১

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নামে ভুয়া সিল-প্যাড ব্যবহার করে জা‌লিয়া‌তি কর‌েছে এক‌টি প্রতারক চক্র। তাদের থে‌কে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়েছেন প্রধানমন্ত্রীর বি‌শেষ সহকারী ‌বিপ্লব বড়ুয়া।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় সাম‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবু‌কে একটি স্ট্যাটা‌সে এমন আহ্বান জা‌নি‌য়ে‌ছেন ‌তি‌নি।

‌বিপ্লব বড়ুয়া ‌ফেসবুকে লি‌খে‌ছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার সিল-প্যাড ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বরাবর কোনো ধরনের পত্র, সুপারিশ বা নির্দেশনা প্রদান করি নাই।

অথচ একটি জালিয়াতচক্র আমার নামে ভুয়া চিঠিপত্র বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে প্রেরণ করেছে মর্মে অভিযোগ পেয়েছি। রাষ্ট্রীয় ও রাজনৈতিক কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি এবং আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য জালিয়াতচক্র কর্তৃক এ ধরনের মারাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

ইতোমধ্যে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। এই জালিয়াতচক্র সম্পর্কে সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছি।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

জালিয়াতি সিল-প্যাড