Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুয়াটুলীতে ভবন ধসে নিখোঁজ বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার


১৭ জুলাই ২০১৯ ২১:০২ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ২১:১০

রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলীতে  ভবন ধসে নিখোঁজ জাহিদুল ব্যাপারী (৬০) ও তার ছেলে শফিকুল ব্যাপারীর (১৭) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।তারা সদরঘাটে ফলের ব্যবসা করতেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর রাজৈর থানা এলাকায়।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন। তিনি বলেন, ধসে পড়া ভবনের স্তুপ থেকে নিখোঁজ বাবা ও ছেলের মরদরহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: পুরান ঢাকায় ভবন ধস, বাবা-ছেলের ‘খোঁজ মিলছে না’

এর আগে, দুপুরে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায়। দুজন নিখোঁজ থাকায় তাদেরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের অন্তত অর্ধশতাধিক কর্মী উদ্ধার তৎপরতা চালায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এর নিচতলায় ফলের গোডাউন এবং উপরের তলায় আবাসিক রুম। ভবনটির যে অংশ ধসে পড়েছে সেটি ছিল নিখোঁজ বাবা-ছেলের রুম। চুন-সুরকি দিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছিল।

সারাবাংলা/এনএইচ

পাটুয়াটুলী ভবন ধস মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর