Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বোর্ডে পাসের হার ৭০.৬৫, জিপিএ-৫ বেড়েছে দ্বিগুন


১৭ জুলাই ২০১৯ ১৫:১৬ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৫:২৫

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বোর্ডে এবার পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। গতবার এ বোর্ডে পাশের হার ছিল ৭০ দশমিক ৫৫ শতাংশ। গত বারের তুলনায় জিপিএ-৫ বেড়েছে ৫শ’ ৩১টি। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন ।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম এক সাংবাদিক সন্মেলনে এই ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যায় মেয়েরা এগিয়ে রয়েছে। বরিশাল বোর্ডে  মেয়েদের পাশের হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ ও ছেলেদের পাশের হার ৬৫ দশমিক ৯৫ শতাংশ।  জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৩৫ জন ছাত্র ও ৪৬৬ জন ছাত্রী।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৩ শ ৩০ কলেজ থেকে মোট ৬৫ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৪ হাজার ৮শ ৮৭ জন পাস করে। মেয়েরা পাশ করেছে ২৩ হাজার ৬ শ ২৯ জন আর ছেলে পাশ করেছে ২১ হাজার ২ শ ৫৮ জন।

এবছর ৬ জেলার মধ্যে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাশ করে প্রথম অবস্থানে রয়েছে। আর পটুয়াখালী জেলা ৬৫ দশমিক ০৯ ভাগ পাশের হার নিয়ে সবার নিম্নে
রয়েছে।

সারাবাংলা/আইই

জিপিএ-৫ পাসের হার বরিশাল শিক্ষাবোর্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর