Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সশস্ত্র বাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়


১৭ জুলাই ২০১৯ ১২:০৫ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১২:২৩

ঢাকা: সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দেশের কাজ করতে চায় বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (১৭ জুলাই) সকালে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সচিবালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এই প্রথম জেলা প্রশাসক সম্মেলনে তিন বাহিনীর প্রধানরা মতবিনিময় সভায় মিলিত হলেন।

বিজ্ঞাপন

মতবিনিময় শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘ডিসিদের বলেছি, সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দেশের কাজ করতে চায়। কোথাও সমস্যা হলে পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করতে আমরা আগ্রহী।’

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীর পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় যদি আমাদের প্রয়োজন হয় তবে জেলা প্রশাসকরা যেভাবে চাইবে আমরা সেভাবেই কাজ করব।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জেলা প্রশাসক সম্মেলন টপ নিউজ সশস্ত্র বাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর