এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩%
১৭ জুলাই ২০১৯ ১০:১৮ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৫:৩৩
ঢাকা: চলতি বছরে এইচএসসি পর্যায়ে ৭৩.৯৩ ভাগ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৭,২৮৬ পরীক্ষার্থী। এদের মধ্যে দেশের ৮টি শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭১.৮৫%। এতে জিপিএ-৫ পেয়েছে ৪১,৮০৭ জন।
বুধবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবন থেকে এই ফল প্রকাশ করা হয়।
এবছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ। যাতে জিপিএ-৫ পেয়েছে ২২৪৩ জন। আর কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে ৩২৩৬ জন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সময় ফলগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এবং ফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
শিক্ষামন্ত্রী জানান, এ বছর ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর ৪১টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।
পরীক্ষা শেষ হওয়ার ৫৫ দিনেই এই ফল প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপত বক্তৃতায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
সারাবাংলা/এমএম