কখন কিভাবে দেখা যাবে এইচএসসির ফল?
১৭ জুলাই ২০১৯ ০৮:৫৮ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৩:০১
ঢাকা: এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল বুধবার (১৭ জুলাই) প্রকাশ হবে। শিক্ষার্থীরা দুপুর একটার পর থেকে নিজেদের ফল দেখতে পাবেন। এর আগে সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। বেলা ১টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।
সারাবাংলা/টিএস/পিটিএম