রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী
১৬ জুলাই ২০১৯ ১৯:১৭ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৯:৪০
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মনোনীত হয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
সম্মেলনে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রগতি বজায় রাখার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তবেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।’
বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের জাল ভেদ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে বসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও অনেক দিন বাংলাদেশকে, দেশের মানুষকে পথের আলো দেখিয়ে যাবেন।’
পৌর মেয়র হাছিনা গাজী বলেন, ‘জাতিরজনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন এখন বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
পরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সম্মতিক্রমে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে সভাপতি ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবুল হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্মসম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শাহজাহান ভূঁইয়া প্রমুখ।
সারাবাংলা/পিটিএম
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী