Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কারাগারে


১৬ জুলাই ২০১৯ ১৯:৫৪ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৯:৫৫

মো. তাজুল ইসলামে (ফাইল ছবি, সংগৃহীত)

ঢাকা: আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামের (৬২) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জাল হোসেন এ আদেশ দেন।

দুই দফা রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) নেয়ামত উল্লাহ আসামি মো. তাজুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে আটক রাখার আবেদন জানান। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী আব্দুল হাই জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে আদালত তাজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১১ জুলাই দুইদিন এবং ১৪ জুলাই একদিন করে তাজুল ইসলামের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেনে আদালত।

উল্লেখ্য, গত ১১ জুলাই প্রাণনাশের হুমকি দিয়ে ১৬ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুফিয়া আক্তার নামে ভুক্তভোগী এক নারী মোট পাঁচজনের বিরুদ্ধে বংশাল থানায় অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার কারণ দেখিয়ে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের বর্তমান চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (৬২), ব্র্যাঞ্চ কন্ট্রোলার ও ব্যবস্থাপক লাকী খাতুন (৩২), শাখা ব্যবস্থাপক মো. দ্বীন মোহাম্মদ (৪২) এবং নবাবপুর শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন (৩৫) এবং ব্যাংকের উপদেষ্টা মো. নুরুন্নবী (৬৫)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএইচ

আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড মো. তাজুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর