ভারতে ভবন ধস, ১২ জনের প্রাণহানি
১৬ জুলাই ২০১৯ ১৮:২৫ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৮:৩৬
ভারতের মুম্বাইয়ে একটি চারতলা ভবন ধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আরও ৪০-৪০ জন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৬ জুলাই) দক্ষিণ মুম্বাইয়ের দংগ্রি এলাকায় এই ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।
কর্তৃপক্ষ জানায়, ভবন ধসে ৫ জন আহত হয়েছেন। এছাড়া, উদ্ধার করা গেছে মাত্র চারজনকে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন ভবনটি বহু বছরের পুরনো। সেখানে ১৫টি পরিবার বসবাস করতো। আমরা এখন আটকা করা মানুষদের উদ্ধারের চেষ্টা করছি। পরবর্তীতে তদন্ত করা হবে।
মুম্বাইয়ে ভবন ধস নতুন কোনো ঘটনা নয়। ২০১৩ সালে ভবন ধসে ৭৪, ২০১৭ সালে ৬১, একই বছর অন্য একটি ভবন ধসে ৩৩ এবং ২০১৮ সালে পৃথক ভবন ধসে মুম্বাইয়ে ৩ জনের মৃত্যু হয়।
সারাবাংলা/এনএইচ