সারের সঙ্গে মাটি, ঠিকাদারের কারাদণ্ড
১৬ জুলাই ২০১৯ ১৬:৫৪
চট্টগ্রাম ব্যুরো: সারের সঙ্গে মাটি মিশিয়ে বাজারে সরবরাহের অভিযোগে চট্টগ্রামে এক ঠিকাদারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুলাই) রাতে নগরীর পতেঙ্গায় ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) কারখানার পাশে দুটি গুদামে অভিযান চালিয়ে ৪০০ মেট্রিকটন মাটি মেশানো সার জব্দ করে জেলা প্রশাসন ও র্যাব। এসময় একটি গুদামের মালিক ওসমান গণি রিপনকে (৪১) আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিলুর রহমান মুক্ত সারাবাংলাকে জানান, আটকের পর ওসমান গণি কারখানায় তৈরি সারের সঙ্গে মাটি ও পাথর মেশানোর কথা স্বীকার করেছে। তাকে সার ব্যবস্থাপনা আইনে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর পতেঙ্গার টিএসপি গেইটের খালপাড় হাদিপাড়া এলাকায় দুটি গুদামের মালিক সার বিপনণের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজ ও রায়হান ব্রাদার্স। দণ্ডিত রিপন সিদ্দিক এন্টারপ্রাইজের মালিক। আরেকটির মালিক তার ভাই ওমর ফারুক খোকন। অভিযানের খবর পেয়ে খোকন পালিয়ে যান বলে জানান সহকারী কমিশনার তাহমিলুর।
জেলা প্রশাসন ও র্যাবের কর্মকর্তারা জানান, রিপন ও খোকন টিএসপি কারখানা থেকে সার নিয়ে দেশের বিভিন্ন বাজারে ডিলারদের কাছে সরবরাহ করে। সার সংগ্রহের পর কারখানায় এসে বস্তা খুলে মাটি ও পাথর মেশায়। তারপর সেই বস্তা আবারও সেলাই করে সরবরাহ করে। এতে সার কিনে প্রতারিত হন কৃষকরা।
সারাবাংলা/আরডি/পিটিএম