‘সরকারি কর্মকর্তাদের বর্তমান পরিচয় সেবা প্রদানকারী’
১৬ জুলাই ২০১৯ ১৩:৫৪ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৪:০৭
ঢাকা: পাকিস্তান আমলে সরকারি কর্মকর্তারা ছিলেন শাসক, কিন্তু তাদের বর্তমান পরিচয় সেবা প্রদানকারী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার জন্য সেবা প্রদানকারী কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। সিনিয়র কর্মকর্তারা জুনিয়রদের উৎসাহ দেওয়ার মাধ্যমে বেসরকারি খাতের নিত্য নতুন সম্ভাবনা খুঁজে বের করবেন।’
পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে যে টার্গেট ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনাও দেন তিনি।
সারাবাংলা/এএইচএইচ/একেএম/এমও