Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের চতুর্থ জানাজা শুরু


১৬ জুলাই ২০১৯ ১৩:৫৭ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৬:১২

রংপুর থেকে: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা শুরু হয়েছে। জোহরের নামাজের পর চতুর্থবার জানাজার জন্য এরশাদের মরদেহ নেওয়া হয় ঈদগাহ মাঠে।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সোয়া ১২টায় কালেক্টরেট মাঠে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ দেখতে আসেন অসংখ্য কর্মী সমর্থক।

এ সময় মঞ্চে রাখা এরশাদের মরদেহ দেখতে উঠে কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশিদুল হক বলেন, এরশাদকে দেখতে একবারেই অনেক মানুষ ওঠায় মঞ্চ ভেঙে আহত হন ৪ থেকে ৫ জন। এদেরকে রংপুর মেডিকেল কলেজে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, নেতাকর্মীরা এরশাদকে পল্লী নিবাসে দাফন করার বিষয়ে মাইকে বারবার ঘোষণা দিলে সবাই তাতে একমত জানায়।

এর আগে চতুর্থ জানাজা ও এলাকাবাসীকে একনজর দেখাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরে নেওয়া হয়। তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি ১১টা ৫০ মিনিটে রংপুর ক্যান্টনমেন্টে অবতরণ করে। পরে ১২টা ১৫ মিনিটে রংপুর ক্যান্টমেন্টে থেকে কালেক্টরেট মাঠে এরশাদের মরদেহ নেওয়া হয়। এরশাদের জানাজায় অংশ নিতে তার ভক্ত, সমর্থক, নেতাকর্মীরা আসেন ঈদগাহ মাঠে।

বাদ জোহর এরশাদের জানাজাকে কেন্দ্র করে সকাল ৯টা থেকে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তারা জানান, রংপুরের পাশের জেলাগুলো থেকে একযোগে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে রওয়ানা হয়েছেন অনেকে।

গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এরশাদকে দেখতে আসা মানুষ বুকে কালো ব্যাজ পরে জানাজা মাঠে উপস্থিত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/জেএএম

এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর