Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুধে অ্যান্টিবায়োটিক পাওয়ার বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে’


১৬ জুলাই ২০১৯ ১৩:৩২

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া যাওয়ার বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে। দ্রুত আইনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

ডিম আর পেঁয়াজের দাম সাময়িক বেড়েছে, এটা নিয়ন্ত্রণে চলে আসবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিত্য প্রয়োজনীর দ্রব্যের দাম যেন না বাড়ে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। ভেজালকারীদের কঠোরভাবে দমন করার কথা বলা হয়েছে তাদের।’

বিজ্ঞাপন

একই বৈঠক শেষে বের হয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, ‘অপরিকল্পিতভাবে যেসব শিল্প কারখানা গড়ে উঠেছে সেগুলো সরানো হবে। কৃষি জমিতে শিল্প কারখানা হবে না। এই বিষয়ে জেলা প্রশাসকদের কড়া নজরদারি করার কথা বলা হয়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

টপ নিউজ দুধে অ্যান্টিবায়োটিক বাণিজ্যমন্ত্রী ভেজাল খাবার