পাটমোড়ক আইন সঠিকভাবে ব্যবহার করার নির্দেশ মন্ত্রীর
১৬ জুলাই ২০১৯ ১৩:১৯ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৪:২৫
ঢাকা: পাটমোড়ক আইন সঠিকভাবে ব্যবহার করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আবারও সোনালী আশেঁর দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তাই ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০’ সুষ্ঠুভাবে শতভাগ বাস্তবায়নের জন্য সর্তক মনিটরিং করতে হবে।’ এ বিষয়ে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিটি উপজেলায় মাসে কমপক্ষে দু’টি এবং বিভাগীয় ও জেলা শহরে যতটা সম্ভব মোবাইল কোর্ট পরিচালনা বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ শতভাগ বাস্তবায়নের নিমিত্ত আগস্ট মাসে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হবে। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং ঢাকার বড় বড় শপিং মলে খুব দ্রুত সময়ের মধ্যে বহুমুখী পাটজাত পণ্যের প্রদর্শনী (ডিসপ্লে) সেন্টার ও বিক্রয় কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
বস্ত্রখাতে কোনো সমস্যা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা শ্রমিকদের ঠিকমতো বেতন দিয়ে যাচ্ছি। তবে রাজনৈতিক কোনো একটি দল উসকানি দিয়ে পাট শ্রমিকদের রাস্তায় নামিয়েছিলো। তাদের আন্দোলন সফল হয়নি। প্রকৃত শ্রমিকরা আন্দোলন করতে চায় না। বস্ত্রখাতে যা যা করা দরকার, সরকার তার সবই করছে।’
তিনি আরও বলেন, ‘জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টার (জেডিপিসি) এ পর্যন্ত প্রায় ৭০২ জন উদ্যোক্তা তৈরি করেছে। এ সব উদ্যোক্তা ২৮০ প্রকারের বহুমুখী পাটপণ্য উৎপাদন করছেন। এসব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার ও বিক্রির লক্ষ্যে জেলা মাসিক সমন্বয় সভায় জেলা/ উপজেলা পর্যায়ের সকল সরকারি দফতরের দাপ্তরিক কাজে বহুমুখী পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করা এবং জেলা/ উপজেলা পর্যায়ে মেলা ও প্রদর্শনী আয়োজনে উদ্যোগী ভূমিকা নিতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী জানান, পিপিপি’র মাধ্যমে রাষ্ট্রয়ত্ব পাটকলগুলো সূতাকলে পরিচালনা করার চিন্তাভাবনা করছে সরকার। প্রাইভেট সেক্টরের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) পেরে উঠছে না বলেও জানান পাটমন্ত্রী।
সারাবাংলা/এএইচএইচ/এমও